অবৈধ মদ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত এক - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা, 
২ জুন, ২০২০
মঙ্গলবার


ধর্মনগর প্রতিনিধি: অবৈধ ভাবে বিলেতি মদ নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে  থামানো লরির সাথে সংঘর্ষে মৃত্যু এক ব্যক্তির।  মৃতের নাম রিংকু নাথ, বাড়ি পানিসাগর এলাকায়।জানা গেছে মঙ্গলবার বিকাল আনুমানিক  সারে তিনটা নাগাদ ধর্মনগর বটরসি এলাকায় ভারতীয় খাদ্য গোদাম সংলগ্ন এলাকায় রাস্তার ধারে থামানো TR 05 A 9799 নম্বরের  একটি লরিতে ধর্মনগর থেকে পানিসাগরের অভিমুখে  প্রচন্ড দ্রুত গতি তে যাওয়া একটি TR 02 A 1910 নম্বরের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে  সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথেই স্কুটি চালক ছিটকে পরে। 


এই দৃশ্য দেখতে পেয়ে আসে পাশের লকজনেরা ঘটনাস্থলে এসে খবর দেয় দমকল বাহিনীকে। দমকল এর কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে গুরুতর আহত স্কুটি চালক কে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে এলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্কুটি চালককে মৃত বলে ঘোষনা করেন। এদিকে  দূর্ঘটনার  সময় স্কুটির মধ্যে একটি মদের কার্টুন পাওয়া গেছে। প্রথমিক ভাবে পুলিশের ধারনা এই মদের কার্টুন পাচার করার উদ্দেশ্যেই দ্রুত গতিতে বাইক চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে।


ছবিঃ স্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu