বক্সনগর প্রতিনিধি: আজ সকাল ৯ টায় কৃষক ফ্রন্ট ও জিএমপি এর উদ্যোগে বক্সনগর কলসীমুড়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ৯ দফা দাবির উপর এক বিক্ষোব সভা করা হয়। করোনার কারনে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি করা হয়। উক্ত কমসুচিতে আলোচনা করেন বিধায়ক সহিদ চৌধুরী, বক্সনগর আঞ্চল সম্পাদক নীরমল সরকার,আবু হোসেন ও নেতৃত্ব। দাবী সনদে বিশেষ দাবি হল কৃষকদের ঋণ মুকুব, কৃষি সামগ্রী দেড় গুন দামে কেনা, ভাগচাষিদের সমস্ত সরকারি পরিকল্পনায় আনা, বিনামূল্যে বীজ প্রদান, অর্ধেক মূল্যে অন্যান্য কৃষি সামগ্রী প্রদান, সবার জন্য সরকারি চিকিৎসা করা ইত্যাদি।
0 মন্তব্যসমূহ