বন্যহাতির তাণ্ডবে গুরুতর আহত এক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা, 
৩ জুন, ২০২০
বুধবার


তেলিয়ামুড়া প্রতিনিধি: বন্যহাতির আক্রমণে আহত এক অটোচালক। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার অধীন কৃষ্ণপুর এর ভূমিহীন কলোনিতে।ঘটনার বিবরণে জানা যায় গতকাল তথা মঙ্গলবার রাত প্রায় আনুমানিক ৯:০০  থেকে ৯:৩০ মিঃ নাগাদ তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকার বাসিন্দা অভিজিৎ ধর পেশায় অটোচালক নিজ অটোতে করে  ২ জন যাত্রী নিয়ে কৃষ্ণপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কৃষ্ণপুর এলাকার কাছাকাছি ভূমিহীন কলোনিতে পৌছা মাত্রই তিন(৩)টি বন্য হাতি অভিজিতের অটোর  সামনে এসে অটো টিকে  ঘিরে ধরে। তৎক্ষণাৎ হতভম্ব হয়ে পড়ে অভিজিৎ ও তার অটোতে থাকা দুজন যাত্রী। অভিজিতের অটোতে থাকা দুজন যাত্রী পালিয়ে বাঁচলেও অভিজিৎ ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম  না হওয়াতে হাতির তাণ্ডবের শিকার হয়। 


এতে অভিজিৎ শরীরের বিভিন্ন অংশে  বিশেষ করে পেটের এবং পায়ে গুরুতর আঘাত পায়। তা সত্ত্বেও কোন রকমে পালিয়ে প্রাণ রক্ষা করে অভিজিৎ। তখন ওই ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী অভিজিৎ কে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শেষ খবর লেখা পর্যন্ত অভিজিতের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। প্রসঙ্গত বলা চলে বন্যহাতির বিচরণ কেন্দ্র হিসেবে ভূমিহীন কলোনি এলাকা টি পরিচিত। তাছাড়া বর্তমান বনমন্ত্রীর উদ্যোগে এলাকাটিতে একটি অস্থায়ী ক্যাম্প  ও বসানো হয়েছে এলাকার নিরাপত্তা রক্ষার্থে। তারপরও নিত্যদিনই এলাকাতে  বন্যহাতির শিকার হচ্ছে ওই এলাকার জনগণ।এখন এই বিষয়ে যদি দপ্তর অতিসত্বর কোনো ভূমিকা  গ্রহণ না করে তবে প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu