আহত ব্যক্তিকে প্রাণে বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করল এক ভবঘুরে - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা, 
২ জুন, ২০২০
সোমবার


বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার দক্ষিণ জেলার বিলোনিয়ায় এক ভবঘুরে সভ্য সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে  দিলো, মানুষ মানুষের জন্য। শহরের রাস্তাঘাটে প্রায়শই দূর্ঘটনায় লক্ষ্য করা যায় । দূর্ঘটনায় আহতরা রাস্তার ধারে রক্তাক্ত হয়ে পড়ে থাকলেও পথচারীরা সাহায্যে জন্য এগিয়ে আসেন না। কিন্তু মঙ্গলবার বিলোনিয়ায় এক ভবঘুরে সভ্য সমাজের মুখে ঝামা ঘষে দিল। 


জানা গেছে মঙ্গলবার প্রায় দুপুর দেড়টা নাগাদ বিলোনীয়া ওরিয়েন্টাল ক্লাব সংলগ্ন দক্ষিন জেলার পুলিশ সুপারের  কোয়াটারের সামনে বাইক ও কমান্ডার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় বাইক চালক দীলিপ নন্দী গুরুতর আহত হন। তার বাড়ি বিলোনিয়ার ঈশানচন্দ্র নগর এলাকায়। দূর্ঘটনায় আহত বাইক চালক রক্তাক্ত হয়ে রাস্তার ধারে ছিটকে পরলেও পথচারীরা তাকে সাহায্যে এগিয়ে আসেনি। কিন্তু লক্ষ করা যায় দূর্ঘটনা স্থলে থাকা এক ভবঘুরে দৌড়ে এসে তার পরনের জামাখুলে আহত বাইক চালক দীলিপ নন্দীর ক্ষতস্থানে বেঁধে দেন। এমনকি আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার মত কেউ ছিলেন না। এই ভবঘুরে ব্যাক্তিটি একটি অটো ডেকে আহতকে বিলোনীয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করা ভবঘুরের নাম ভবতোষ (জন্টূ) মজুমদার। তার এই সহৃদয়তা দেখে দস্তুর মতে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক ব্যাক্তিদের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu