সবুজ ত্রিপুরা,
২ জুন, ২০২০
মঙ্গলবার
সংবাদ মাধ্যম: পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষে পশ্চিম জেলা উদ্যান ও ভূমি সংরক্ষন কার্যালয় চলতি অর্থবর্যে জেলার ৮টি ব্লকের ২৬ হেক্টর জমিতে বাঁশ চাষের উদ্যোগ গ্রহণ করেছে । নেশন্যাল ব্যাম্বোমিশন প্রকল্পে এই কর্মসূচিতে ব্যয় হবে ১৩ লক্ষ টাকা । পশ্চিম জেলা উদ্যান ও ভূমি সংরক্ষন কার্যালয় থেকে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, ইতিমধ্যে ৪ হেক্টর জমিতে বাঁশ চাষের কাজ সম্পন্ন হয়েছে। ব্যয় হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪৩২ টাকা। যেমন জিরানিয়া ব্লকে ২ হেক্টর, বেলবাড়ি ব্লকে ৬ হেক্টর,মান্দাই ব্লকে ২ হেক্টর, হেজামারা ব্লকে ৫ হেক্টর, মোহনপুর ব্লকে ২ হেক্টর,বামুটিয়া ব্লকে ২ হেক্টর, লেফুঙ্গা ব্লকে ৪ হেক্টর এবং ডুকলি ব্লকে ৩ হেক্টর জমিতে বাঁশ চাষ করা হবে।
0 মন্তব্যসমূহ