সাত দফা দাবির ভিত্তিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা,   
১১ জুন, ২০২০
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সরকারের সকল দপ্তরের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। লকডাউন এর ফলে সমস্ত ক্ষতিগ্রস্ত বেকার গৃহ শিক্ষকদের মাসিক সাত হাজার পাঁচশত টাকা করে ন্যূনতম তিন মাস আর্থিক সহায়তা প্রদান করতে হবে সহ সাত দফা দাবির ভিত্তিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা শাসক  ভাস্বর  ভট্টাচার্যের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠন। আজ সকাল ১১ ঘটিকায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মহকুমা সম্পাদক রনজু দাস সম্পাদকমণ্ডলীর সদস্য টোটন দেব উপজাতি যুব সংগঠনের  মহকুমা সম্পাদক রাজকুমার দেববর্মা মহকুমা শাসকের নিকট দুই সংগঠনের যৌথ উদ্যোগে ডেপুটেশনে মিলিত হন। মহকুমা শাসক তাদের ডেপুটেশনের প্রতিলিপি গ্রহণ করে এবং দাবিগুলির যুক্তি কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস দেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu