আত্মনির্ভর ভারত অভিযানে ঋণদান শিবিরে মুখ্যমন্ত্রী - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
৯জুন, ২০২০
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধিঃ 
সোমবার আগরতলার রবীন্দ্র ভবনে শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আত্মনির্ভর ভারত অভিযান এর অন্তর্গত ক্ষুদ্র, লঘু ও মধ্যম উদ্যোগ এবং ব্যবসাক্ষেত্রের জন্য ঋণদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । উনার সাথে ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়। শিবিরের  উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্য সরকার প্রথম থেকেই স্বনির্ভরতার উপর জোর দিয়ে আসছে। যাতে করে রাজ্যের আয় বৃদ্ধি পায় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। তিনি আরো বলেন। ভারত সরকারের আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে রাজ্যের উৎসাহী মানুষ দারুণভাবে উপকৃত হবেন। 

বিগত দিন ইনসেন্টিভ যেটা ছিল ৮ কোটি টাকা সেটা এখন প্রায় ৩০ কোটি টাকা। বর্তমানে সরকার বিভিন্ন  প্রকল্পের সুবিধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরা সরকার বেনিফিসিয়ারির একাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আর এটা সম্ভব হয়েছে নরেন্দ্র ভাই মোদীর স্বচ্ছ সিস্টেমের ফলে ও ডিজিটালাইজেশনের ফলে। তিনি বলেন একটা সময় রাজনীতি করার জন্য ইপিডিএস সিস্টেমের বিরোধিতা করেছিল বিরোধীদল, কিন্তু আজ ত্রিপুরাতে ১০০% ইপিডিএস সিস্টেম চালু হওয়ার ফলেই প্রত্যেক জায়গাতে বিনা ঘাপলায় চাল পৌঁছে দিতে পেরেছি। এমনি ভাবে আলোচনায় বিপ্লব দেব কেন্দ্রে ও রাজ্যের বিভিন্ন উন্নয়ন মুলক দিক গুলো তুলে ধরেন শিবিরের অনুষ্ঠানে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu