আরএসএস এর তরফে শহীদ জওয়ান বিজয় দেববর্মা প্রতি শ্রদ্ধাঞ্জলি - Sabuj Tripura New


সবুজ ত্রিপুরা
৭ জুন, ২০২০                  
রবিবার


বিশেষ প্রতিনিধি: রবিবার সকাল ১০ ঘটিকায় বিশ্রামগঞ্জ বাজারের তিন স্থানে বিজয় দেববর্মা প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলার আরএসএস এর  জেলা কার্যবাহ এবং বিশ্রামগঞ্জ খন্ডের কার্যকরতা গন।শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে গিয়ে  কার্যকরতারা বলেন বিশ্রামগঞ্জ গুলি বাড়ি এলাকার শহীদ বীর জওয়ান বিজয় দেববর্মা ছিলেন দেশের গর্ব। ভারত মাতা কে রক্ষা করতে গিয়ে বরফের পাহাড়ের নিচে পড়ে জীবন দেন। বিজয় দেববর্মা রে আত্ম বলিদান গোটা দেশ বাসী কখনো ভুলবে না। বিজয় দেববর্মা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে বিশ্রামগঞ্জ এর অনেক মানুষ স্ব ইচ্ছায় যোগদান করেন। 

এখানে উল্লেখ্য যে গতকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিজয় দেববর্মা মর দেহ সৎকার করেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। উপস্থিত ছিলেন গোলাঘাট বিধানসভার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। বিধায়ক বিজয় দেববর্মা বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে পরিবারটিকে যে কোনো ভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu