সবুজ ত্রিপুরা
৭ জুন, ২০২০
রবিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি: রবিবার বর্তমান করোনা ভাইরাস মোকাবেলায় কাজ হীন কর্মহীন শ্রমজীবী অংশের মানুষের পাশে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন। এরই মধ্যে আজ তেলিয়ামুড়া মহকুমাৱ সবজি বাজার শেড গৃহে ত্রিপুরা রাজ্য প্রদেশ সেবা দলের পক্ষ থেকে প্রায় ২০০ গরীব দুস্থদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়।
এই ত্রাণ বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব বিরজিত সিনহা, হরে কৃষ্ণ ভৌমিক কংগ্রেস সেবাদলের রাজ্য কমিটির সভাপতি নিত্যগোপাল রুদ্রপা, তেলিয়ামুড়া যুবনেতা অনির্বাণ সরকার সহ অন্যান্যরা। এ বৃষ্টিকে উপেক্ষা করেই নেতৃত্বরা গরীব দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন। এদিনের ত্রাণ বন্টন শেষে প্রদেশ সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল জানান বর্তমানে কোরোনা ভাইরাসের প্রকোপে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে কাজকর্মহীন মানুষের পাশে প্রদেশ কংগ্রেসের সেবা দল প্রথম থেকেই মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে।
0 মন্তব্যসমূহ