সবুজ ত্রিপুরা
৮ জুন, ২০২০
সোমবার
ধর্মনগর প্রতিনিধি: রবিবার সাতসকালে নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পেলো কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজীত শুক্লা দাস এবং এস আই তুহিনা দেববর্মার নেতৃত্বে রবিবার ভোরবেলা শান্তিপুর ইটভাটার পাশে রাস্তায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়।
আটক করা হয় অমৃতলাল বিশ্বাস (২৯) নামে এক নেশা কারবারিকে।তার বাড়ি দশদা রাধামাধবপুর এলাকায়।পুলিশ তার কাছ থেকে ১৮৩ বোতল নেশা জাতীয় কফসিরাপ ও ৩৬০ টি নেশার টেবলেট উদ্ধার করেছে।তার বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় এনডিপিএস আইনে একটি মামলা করা হয়েছে।এদিকে নেশা কারবারি অমৃতলাল বিশ্বাসের কাছ থেকে জানা যায় নেশাদ্রব্য গুলি সে আগরতলা থেকে নিয়ে এসেছে জনতা ট্রান্সপোর্ট মাধ্যমে এসেছে।এগুলো জম্পুই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল।
0 মন্তব্যসমূহ