পরিবেশ দূষণমুক্ত করতে বৃক্ষরোপনএ আগ্রহী এবিভিপি কার্য্যকর্তারা - Sabuj Tripura News



সবুজ ত্রিপুরা              
৫জুন, ২০২০
শুক্রবার

বিশেষ প্রতিবেদনঃ বিশ্ব আজ ভয়াবহ মহামারীর আতংকে আতংকিত সম্পূর্ণ দেশ, আর এই করোনা ভাইরাস এর সংক্রমন রুখতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে সারা বিশ্বের মানুষ। কিন্তু এখন নিজেদেরকে ঘরের মধ্যে সুরক্ষিত রেখে এই মহামারীর কারাগারকে ছিন্ন করে স্বাধীনতা অর্জন করতে সকলে বদ্ধপরিকর। আর এই দুর্যোগ এর দিনেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি এর কার্য্যকর্তারা নিজেদের প্রাণের চিন্তা না করে সমাজের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। সমাজের উন্নতির প্রকল্পে বিভিন্ন সামাজিক কাজ ও সামাজিক কর্তব্য পালন করে চলেছে।
                                                 

আজ ৫ই জুন "বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষে এবিভিপি  এর সকল কার্য্যকর্তা এবং ছাত্র-ছাত্রীরা সরকার আরোপিত বিধি অনুযায়ী লকডাউন এর নিয়ম পালন করে নিজ নিজ বাসস্থানের সীমানায় বৃক্ষরোপন করে সমাজকে দূষণ মুক্ত করার বার্তা প্রেরন করেছে "গাছ লাগাও প্রাণ বাঁচাও" এই বার্তার সহিত আজ প্রায় হাজার সংখ্যক এবিভিপি কার্য্যকর্তারা বৃক্ষরোপনের মত মহৎ কাজে যোগদান করে এবং সমাজে বসবাসকারী সন্মানীয় তথা সন্মানীয়া সকল ব্যাক্তি বর্গকে সামাজিক দায়িত্ব পালনে আগ্রহী করার চেষ্ঠা করছে আগামী দিন গুলিতেও এবিভিপি এর কার্য্যকর্তারা সমাজ ও পরিবেশ উন্নয়নের স্বার্থে এবং পরিবেশকে দূষণমুক্ত করতে নিজেদের কর্তব্য পালনে সর্বদা সচেষ্ঠ থাকবে 
                                    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu