আট দফা দাবির ভিত্তিতে ক্ষেতমজুর ইউনিয়নের ডেপুটেশন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৯জুন, ২০২০
মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধি: আগামী ছয় মাসের জন্য আয়কর প্রদানকারীর বাহিরে সমস্ত পরিবারে অতি দ্রুত সাত হাজার পাঁচশত টাকা সরাসরি ব্যাংক মারফত দিতে হবে। যেসব পরিযায়ী শ্রমিক দুর্ঘটনায় আহত বা মৃত অথবা অনাহারে আত্মহত্যা করেছেন তাদের পরিবারে বিশেষ আর্থিক সাহায্য করতে হবে সহ আট দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ সারা ভারত কৃষক সভা এই তিনটি গণসংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজ তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যের নিকট চার সদস্যের এক ডেপুটেশন প্রদান করা হয়। 

এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন এই তিনটি গণসংগঠনের নেতৃত্ব  অরুণ দেববর্মা, সুভাষ নাথ, অজয় ঘোষ, সুরজিৎ ভট্টাচার্য। প্রতিনিধিরা মহকুমা শাসকের হাতে ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। মহকুমা শাসক তাদের দাবি গুলি মন দিয়ে শুনেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বাস দেন। ডেপুটেশন শেষে প্রতিনিধিদলের এক নেতৃত্ব সংবাদ প্রতিনিধিদের জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu