ঋণ পাওয়ার সুবিধার্থে হেল্প ডেস্ক গঠন - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
৯জুন, ২০২০
মঙ্গলবার


ধর্মনগর প্রতিনিধি: কোভিড- ১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজ অন্তর্ভুক্ত বিভিন্ন লোন যেমন মুদ্রা (শিশু) লোন, এম এস এম ই, কে সি সি লোন এবং সংক্রান্ত অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুবিধাভোগী ও স্ব-উদ্যোগীদের সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ জনের একটি হেল্পডেক্স গঠন করা হয়েছে।
তারা হলেন- ইনস্টিটিউশনাল ফিন্যান্স এর অধিকর্তা, ডেভোলপমেন্ট অফিসার (হেড অফ অফিস) ইনস্টিটিউশনাল ফিনান্স, ডেভেলপমেন্ট অফিসার (ডি ডি ও) ইনস্টিটিউট ফিনান্স, মুখ্যমন্ত্রীর জনতা দরবারের ‘কি’ অফিসার তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার এবং ইনস্টিটিউশনাল ফিন্যান্সের অডিটর রাজু সাহা। অফিস চলাকালীন সময়ে হেল্প ডেস্ক ডাইরেকটোরেট অফ ইনস্টিটিউশনাল ফিনান্স, পন্ডিত নেহেরু কমপ্লেক্স, আগরতলা-৭৯৯০০৬ কাজ করবে। এই হেল্প ডেস্কের এর সাথে যোগাযোগ জন্য দূরভাষ নম্বর ০৩৮১-২৩২৫৮০১ এবং মোবাইল নাম্বার হচ্ছে ৯৪৩৬৫৪১৬৭৪৷ ইমেইল হচ্ছে dif_agt@yahoo অর্থদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu