সবুজ ত্রিপুরা,
১১ জুন, ২০২০
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ এগিয়ে আসছে এডিসি নির্বাচন তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দল বদলের পালা।যদিও এই নির্বাচনকে সামনে রেখে মাঠে শুধু দেখা যাচ্ছে দুই শরিক দলকেই লড়াইয়ের ময়দানে। আজকে ২৬ আসারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের শুভরাম চৌধুরী পাড়া বিদ্যালয়ে আইপিএফটি দল ছেড়ে মোট ৬ পরিবারের ১৭ জন ভোটার বিজেপি দলে যোগ দেয় ।এই দিন ওই বিদ্যালয়ে মণ্ডল কমিটির একটি সভা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা, উত্তর মহারানীপুর শক্তি-কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা । এইদিন দল ত্যাগী দের বিজেপির দলীয় পতাকা দিয়ে নিজ দলে বরণ করে নেন নেতৃত্ব বিকাশ দেববর্মা।
0 মন্তব্যসমূহ