৮ জুন ,২০২০
সোমবার
ধর্মনগর প্রতিনিধি ঃ লকডাউনের কারনে সংকটময় পরিস্থিতি গোটা দেশ। তার উপর আবার বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে উত্তর জেলার জম্পুইতে বসবাসকারী রিয়াং শরণার্থীদের। ফলে এবার জম্পুইর রিয়াংদের পাশে দাড়ালো তইসামার ইয়ং ব্রু এসোসিয়েশন। রবিবার ওয়াই বি এ-র সদস্যরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বর্তমানে জম্পুইয়ে বসবাসকারী রিয়াং শরণার্থীদের কাছ থেকে স্থানীয় কিছু মিজো সম্প্রদায়ের জনগন বল পূর্বক স্বাক্ষর নিচ্ছেন।
পাশাপাশি ইতিমধ্যে জুম্পই এলাকায় মিজো কনভেনশনের নামে সরকারি নির্দেশকে অমান্য করে একটা অস্থির পরিবেশ তৈরি করা হচ্ছে । ফলে ইয়ং ব্রু এসোসিয়েশন সম্মেলন থেকে জম্পুইয়ের মিজোদের বিভিন্ন কার্যকলাপকে নিন্দা জানানো হয়। যদিও মিজো সম্প্রদায়ের এই ভূমিকার জন্য সাংবাদিক সম্মেলন থেকে ইয়ং ব্রু এসোসিয়েশনের সদস্যরা সরাসরি মিজোরাম সরকারকে দায়ী করেছেন।
0 মন্তব্যসমূহ