সবুজ ত্রিপুরা
৮ জুন, ২০২০
সোমবার
ধর্মনগর প্রতিনিধি: বর্তমানে ভারতবর্ষ তথা গোটা বিশ্ব জুড়ে নোবেল করোনা ভাইরাসের সংক্রমণের জন্য ভারতবর্ষে সহ আমাদের ত্রিপুরা ও এই মহামারীর শিকার হয়েছে এবং এর জন্য গোটা দেশজুড়ে দফায় দফায় যে লকডাউন চলছে। ফলে গোটা বিশ্বে একটি আর্থিক সংকট দেখা দিয়েছে এবং যার ভুক্তভোগী আমাদের রাজ্য ত্রিপুরাও। এর ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যের সকল কলেজের ছাত্র-ছাত্রীদের এডমিশন ফি দেওয়া সম্ভব হবে না।
তাই আজ ৮ ই জুন ২০২০ ইং সোমবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উত্তর ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , মাননীয় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। উক্ত স্মারকলিপিতে এবছর ত্রিপুরা রাজ্যের কলেজের সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভর্তি করানোর অনুরোধ করা হয়। জেলা শাসক আশ্বাস দেন এ বিষয়ে তিনি কথা বলবেন।
0 মন্তব্যসমূহ