শহীদ বিজয় দেববর্মার পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর - Sabuj Tripura New


সবুজ
 ত্রিপুরা
৮ জুন, ২০২০                  
সোমবার

ধর্মনগর প্রতিনিধি: অরুণাচল প্রদেশের ভারত- চিন সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনা বাহিনীর এক জওয়ান তথা রাজ্যের সন্তান শহিদ বিজয় দেববর্মা (৩৪)-র বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত এই বীর জাওয়ান অরুণাচল প্রদেশের ভারত- চিন সীমান্তে কর্তব্যরত অবস্থায় তার ওপর বরফ ধসে পরে মাথায় আঘাত লেগে  মৃত্যু হয়৷ ভারতীয় সেনায় হাবিলদার পদে কর্মরত শহিদ বিজয় দেববর্মার বাড়ি  সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এলাকার ৷ শুক্রবার সন্ধ্যার বিশেষ বিমানে তার মরদেহ আগরতলায় আনা হয়েছিল৷


তারপর শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাসহ  শনিবার  মরদেহ বিশ্রামগঞ্জের বাড়িতে এনে গভীর শ্রদ্ধায় শেষকৃত্য সম্পন্ন হয়৷ তাই রবিবার সকালেই বিপ্লব কুমার দেব বীর শহীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে বিশ্রামগঞ্জ ছুটে আসেন। শহীদ বিজয় দেববর্মার বাড়িতে গিয়ে ওনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় শহীদের পরিবারের হাতে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu