তিনসুকিয়াইয় অয়েল ইন্ডিয়ার তেলের কুয়োয় বিধ্বংসী আগুন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৯জুন, ২০২০
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি: 
বিধ্বংসী আগুন লাগল অসমের তিনসুকিয়াইয় জেলার বাগজানে অবস্থিত অয়েল ইন্ডিয়া লিমিটেড এর তেলের কুয়োয়। জানাগেছে মঙ্গলবার বিকেলে আগুন লেগেছে এবং হু হু করে তা ছড়িয়ে পড়ছে সংলগ্ন অঞ্চলে। আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে পৌঁছিয়েছেন আসাম রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসাররা। গত ১৪ দিন আগে বিস্ফোরণ ঘটায় তখন থেকেই ওই কুয়ো থেকে তেল বের হচ্ছিল। ফলে সেখানে আগে থেকেই মোতায়েন ছিল এনডিআরএফ। 


সোমবারই সিঙ্গাপুর থেকে তেলের কুয়ো বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই তাঁরা কাজে নেমেছিল। এমনিতেই ১৪ দিন ধরে তেল লিক করায় ওই এলাকার জলাভূমি এবং প্রাণীজগতের মধ্যে তার প্রভাব পড়েছে। ডিব্রু–সৈখোয়া জাতীয় উদ্যানের জলাশয়ের বহু প্রাণী এবং উদ্ভিদ শেষ হয়ে গিয়েছে। এমনকি লাগোয় এলাকার ধানখেত, চা বাগান পুকুর, জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu