সবুজ ত্রিপুরা
৯জুন, ২০২০
মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধি:
উত্তর জেলার ধর্মনগরে প্রতিদিন জেলাশাসক দপ্তরের উদ্যোগে চলছে মাস্ক বিহীন পথচারী ও ব্যবসায়ীদের জরিমানা। মঙ্গলবার ধর্মনগর বিবেকানন্দ রোডে জেলাশাসক দপ্তরের উদ্যোগে ডিসিএম মানিক চক্রবর্তীর নেতৃত্বে চলছিলো অভিযান। এরইমধ্যে মানিক চক্রবর্তী খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে আগাম খবরের ভিত্তিতে বিবেকানন্দ রোডের জয়গুরু ভান্ডারে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রী উদ্ধার করেন । ডিসিএম মানিক চক্রবর্তী জানিয়েছেন সংশ্লিষ্ট দোকানে মেয়াদউত্তীর্ণ দ্রব্যসামগ্রী পাওয়ায় দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মনগরের বিভিন্ন প্রান্তে আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে। পাশাপাশি তিনি ক্রেতা জনসাধারণের কাছে জিনিস ক্রয়ের সময় নির্দিষ্ট দ্রব্যের মেয়াদ দেখেই ক্রয় করার অনুরোধ করেন।
ছবিঃ স্বরূপ ঘোষ
0 মন্তব্যসমূহ