Ad Code

Responsive Advertisement

জাতীয় সড়কের বেহাল দশা, প্রতিবছর সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা, 
৩১ মে, ২০২০
রবিবার


তেলিয়ামুড়া প্রতিনিধি: এ যেন জাতীয় সড়ক নয় একটা আস্ত জলাশয়। এটা শুধু আজকের দিনের কথা নয় বিগত অনেক বছর ধরেই তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ৩৫ মাইল এলাকার জাতীয় সড়কের চিত্র ঠিক একই রকম।স্থানীয় লোকের সাথে কথা বলে জানা যায়,  কিছুদিন পরপরই সংস্কারের নামে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ হচ্ছে, আর কাজের কাজ কিছুই হচ্ছে। প্রতিবারই দপ্তর কর্তৃক জাতীয় সড়কের সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়। এ নিয়ে এক পথযাত্রী জানান, যদি সঠিকভাবে কাজ করা হতো তাহলে প্রতি বছর বৃষ্টির সময় রাস্তার এই বেহাল দশা হতো না। প্রতিবারই বরাদ্দ হয় সংস্কারের টাকা কিন্তু সঠিকভাবে কাজ করা হয় না ।      

এ ব্যাপারে আমরা  মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা সাথে কথা বলার পর, উনি অফ ক্যামেরায় জানান আগামী দিন যাতে করে ঐসকল রাস্তার বেহাল দশা গুলি সঠিকভাবে কাজ করা হয় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। বেহাল রাস্তার দরুন দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, সাথে যানবাহনের ক্ষতিসাধন হচ্ছে জানালেন এলাকারই এক জনজাতি যুবক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য

Close Menu