৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে বিজয় সংকল্প সমাবেশ সভা


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ২২ জুলাই :-- আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রচার অভিযান তুঙ্গে প্রতিদিন বিজেপির দলের মনোনীত প্রার্থী ও কর্মকর্তারা বাড়ি বাড়ি প্রচার অভিযান, উঠান সভা, নির্বাচনী জনসভা, সমর্থনী সভা, র‍্যালি অব্যাহত রাখছেন আজ সকাল থেকে উত্তর জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে বিজয় সংকল্প সমাবেশ সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার সভাপতি তথা ত্রিপুরার শিল্পোন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী টিংকু রায় এছাড়া উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উত্তর জেলা যুব মোর্চার সভাপতি শ্রী জয়জি শর্মা, উত্তর জেলা কিষা মোর্চার সহ-সভাপতি তথা কদমতলা পঞ্চায়েত সমিতির ৯ নং আসনের প্রার্থী শ্রী সুব্রত দেব, কদমতলা মন্ডল সভাপতি শ্রী বিদ্যাভূষণ দাস, জেলা পরিষদের ৫ নং আসনের প্রার্থী শ্রী কাজল দাস প্রমুখরা
প্রথমে রানী বাড়ির সাত সঙ্গম এলাকায় বিজয় সমাবেশ সভা অনুষ্ঠিত হয় তারপর বরগোল এলাকায় বরগোল গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের মনোনীত ১১ জন প্রার্থীদের সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এই সমাবেশেবিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা আগামী ২৭ জুলাই উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তাছাড়া প্রধান বক্তা টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি দল জন সম্পর্কের দল। অর্থাৎ গোটা রাজ্যে সব কটি প্রার্থীর এলাকাগুলিতে এ ধরনের প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি দল
পাশাপাশি তিনি আরো বলেন, কদমতলা বিধানসভা কেন্দ্রে বিগত ২৫ বছর যাব কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি সবকিছু থেকে বঞ্চিত সাধারণ জনগণ তাই এবার যেন তারা বিজেপি দলের মনোনীত প্রার্থীদেরকে ভোটদান করে বিপুল ভোটে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ করে দেন। তাছাড়া দেড় বছরের সরকার এরাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকগুলি উন্নয়নমূলক কর্মসূচী হাতে নিয়েছে যেমন - কদমতলা বিধানসভা কেন্দ্রে আগর এর লাইসেন্স ফ্যাক্টরি করা হয়েছে ও একটি ডিগ্রী কলেজ ও বিএড কলেজ করার চিন্তাধারা করছে রাজ্য সরকার  সাধারন জনগ বিকাশ চান সুতরাং কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার আর পঞ্চায়েত স্তরে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে উন্নয়নের কোন অভাব থাকবে না বলে জানান শ্রী টিংকু রায়
শ্রী টিংকু রায় বরগোলের বিজয় সংকল্প সমাবেশ শেষ করে দক্ষিণ কদমতলা, চুরাইবারি ও রাজনগরে আরো তিনটি সভায় অংশ নেন

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu