চালু হচ্ছে নতুন কর্মসূচী : অটল ইনোভেশন মিশন (এআইএম)


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৩০ জুলাই:  ভারতে উদ্ভাবনের জগতে যুক্ত হতে চলেছে আরও একটি পদক্ষেপ অটল ইনোভেশন মিশন (এআইএম)৷ এটি নিতি আয়োগের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ৷ সম্প্রদায়ের উদ্ভাবনের জন্য একটি মাইলফলক হিসাবে এই সম্প্রদায়ের উদ্ভাবনটি আগামীকাল নতুন দিল্লিতে চালু হতে চলেছে৷

অনু্ষ্ঠানটি যুগ্মভাবে উদ্ভাবন করবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়ালনিশাঙ্কএবং কেন্দ্রীয় জ্বালানী, প্রাকৃতিক গ্যাস ও স্টীল দপ্তরের মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান৷

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের উদ্ভাবনের শক্তিকে উৎসাহিত করা৷ এআইএমের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে মিশন ডিরেক্টর আর রামানন্ বলেন, এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হ'ল উদ্ভাবন বাস্তুতন্ত্রকে সামাজিকভাবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সারাদেশে উদ্ভাবনের জন্য অবকাঠামোগুলির ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা৷ নতুন এই কর্মসূচী বিশেষভাবে নকশা করা হয়েছে টায়ার ১ অথবা মেট্রো সিটি, টায়ার ২ এবং টায়ার ৩ ভুক্ত শহর, স্মার্ট সিটি, কাঙ্খিত জেলা, উত্তর পূর্বাঞ্চল, জম্মু-কাশ্মীর তথা গ্রামীণ ভারত ও জনজাতি এলাকার নিম্মবিত্ত ও সংরক্ষিত অঞ্চলের জন্য৷

নিতি আয়োগের চেয়ারম্যান ড. রাজীব কুমার, সিইও নিতি আয়োগ শ্রী অমিতাভ কান্ত, এআইএম মিশন ডাইরেক্টর শ্রী আর রামানন এবং অন্যান্য বরিষ্ট আধিকারিকরাও এই অনু্ষ্ঠানে উপস্থিত থাকবেন৷


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu