গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, জুলাই :  দক্ষতা বিকাশের জন্য গ্রামোন্নয়ন মন্ত্রক জাতীয় গ্রামীণ জীবিকা নির্বাহ মিশন (এনআরএলএম)-এর অধীনে দুটি প্রকল্প গ্রহণ করেছে৷ এর একটি হলো দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (ডিডিইউ-জিকেওয়াই) এই প্রকল্পটি কর্মসংস্থান সংযুক্ত দক্ষতা বিকাশের একটি কর্মসূচী যেখানে পিপিপি মডেলে নিয়মিত পদে অন্য কোনো সংস্থায় নিশ্চিত চাকরির সুযোগ রয়েছে৷ এই প্রকল্পের অধীনে ২০১৮-১৯ সালে মোট লক্ষ গ্রামীণ যুবকদের মধ্যে .২৮ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷



এছাড়া, গ্রামীণ স্ব-কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (আরএসইটিআই) এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের অতি ক্ষুদ্র কোনো উদ্যোগ চালু করার জন্য ব্যাঙ্কের মাধ্যমে ঋণ প্রদান করা হয়৷ এক্ষেত্রে কিছু প্রশিক্ষণার্থী নিয়মিত কোনো বেতনক্রমে চাকরিও চাইতে পারে৷ এই প্রকল্পের অধীনে ২০১৮-১৯ অর্থবছরে .০৩ লক্ষ যুবককে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেখানে মোট লক্ষ্যমাত্রা ছিল .৯৫ লক্ষ৷
গ্রামোন্নয়ন মন্ত্রক স্বীকৃত প্রকল্প বাস্তবায়ন সংস্থা (পিআইএ) মাধ্যমে পিপিপি মডেলে এই ডিডিইউ-জিকেওয়াই সারা দেশে কার্যকর করা হচ্ছে৷ এই প্রকল্পে কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি ফান্ডিংয়ের সহযোগিতায় দক্ষতা প্রশিক্ষণ প্রকল্পের নীতি নির্দেশিকা তৈরি করার দায়িত্ব রাজ্য সরকারকে প্রদান করা হয়েছে৷
ডিডিইউ-জিকেওয়াই-এর জাতীয় পর্যায়ের নীতি নির্দেশিকা অনুযায়ী মোট অর্থের ১৫ শতাংশ সংখ্যালঘু অংশের সুবিধাভোগীদের জন্য প্রদান করার সুযোগ রয়েছে৷ ডিডিইউ-জিকেওয়াই এবং আরএসইটিআই প্রকল্প দুটি দেশের সমস্ত রাজ্যের সমস্ত গ্রামেই চালু রয়েছে৷ লোকসভায় একটি লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর৷
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu