সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৬ জুলাই : আজ রাজ্য মন্ত্রিসভার দুই বরিষ্ট মন্ত্রী, শ্রী এন.সি দেবর্বমা ও শ্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে ইন্ডিজেনিয়াস পিপলস্ ফ্রন্ট অব ত্রিপুরা(আইপিএফটি) বিধায়কদের একটি প্রতিনিধিদল ডেভলপমেন্ট অব নর্থ
ইস্টার্ন রিজিওন(ডোনার)এর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তথা
প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, পার্সোনাল, পাবলিক গ্রিভেন্স, এটমিক এনার্জি এন্ড স্পেস দপ্তরের দায়িত্বপ্রাপ্ত
মন্ত্রী ড. জিতেন্দ্র সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন৷
মন্ত্রীর কাছে প্রদেয় স্মারকলিপিতে
প্রতিনিধিরা ত্রিপুরার আদিবাসী জনগণের সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক,ভাষাগত ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন৷ এই উদ্দেশ্যে গত ২০১৮’র সেপ্টেম্বর
মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের কমিটির কথাও উল্লেখ
করেন৷ তারা গত স্মারকলিপিতে ভারতের সংবিধানের
ষষ্ঠ তপশিলী সংশোধনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন
কেন্দ্রীয় কেবিনেট যে উদ্যোগ গ্রহণ করেছিল তাকে স্বাগত জানিয়েছেন সদস্যরা৷ এই অনুসুচির খসড়া ২০১৯ সালের জানুয়ারি মাসে তৈরী করা
হয়েছিল৷ প্রস্তাবিত নতুন বিধানটিকে স্বাগত জানিয়ে স্মারকলিপিটির মধ্যে বিভিন্ন
জেলা ভিত্তিক কাউন্সিলগুলির নামাকরণের জন্যও প্রস্তাব প্রদান করা হয়৷
প্রতিনিধিদলের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনার পর
ডঃ জিতেন্দ্র সিং জানান, প্রস্তাবগুলির বেশীরভাগ বিষয় স্বরাষ্ট্রমন্ত্রকের
আওতাধীন৷ তাই তিনি সেইগুলি সংশ্লিষ্ট মন্ত্রকে প্রেরণ করবেন৷ ডঃসিং আরো বলেন, গত তিন বছরে
ত্রিপুরার দ্রুত উন্নয়ন হয়েছে৷ নিরাপত্তা পরিস্থিতির ও উন্নতি হয়েছে এবং কোনো রকম
সন্ত্রাসমূলক ঘটনার খবর নেই৷ আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত কাঙ্খিত রেলপ্রকল্পের কথাও এদিন উল্লেখ করেন৷
0 মন্তব্যসমূহ