উত্তর জেলার কদমতলায় বিশাল পরিমাণে নেশাদ্রব্য আটক



সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ২৩ জুন : দেড় কোটি টাকার বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক পাচারকারী সাথে আটক গ্যাস পরিবাহী একটি গ্যাস ট্যাঙ্কার ঘটনার বিবরণে প্রকাশ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ অধীক্ষক শ্রী ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত পুলিশ অধীক্ষক শ্রী ফেনসিং ডার্লং, কদমতলা থানার এসআই শ্রী বুদ্ধিমান দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে কদমতলা থানাধীন ত্রিপুরা আসাম সীমান্তের ঝেরঝেরি নাকা পয়েন্টে তল্লাশি চালান তল্লাশি চলাকালীন সময় টিআর-০১-এএইচ/১৯১০ (TR01AH/1910) নম্বরের একটি গ্যাস পরিবাহী গ্যাস ট্যাংকার ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮,০০০ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন
এই বিপুল পরিমাণ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা আটক করা হয় গাড়ির চালক সহ চালককে গাড়ির চালক জমির উদ্দিন (২৪) পিতা আলা উদ্দিন এবং সহ চালক বদরুল হক (২২) পিতা মৃত আব্দুল খালিকউভয়েই আসামের করিমগঞ্জ জেলার নিলাম বাজার থানাধীন লাহেরপুর এলাকার বাসিন্দাসাথে আটক করা হয় গ্যাস পরিবাহী গ্যাস ট্যাঙ্কারটি বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক চালক, সহ চালক গ্যাসের ট্যাঙ্কারটি বর্তমানে কদমতলা থানার হেফাজতে রয়েছেএদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান, গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী একটি গাড়ি আটক করতে সক্ষম হয়েছেন উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট গুলি টিআর-০১-এএইচ/১৯১০ (TR01AH/1910) নম্বরের একটি গ্যাস পরিবাহী গ্যাস ট্যাংকার গাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করছিল গ্যাস ট্যাংকার গাড়িটি অসময়ের শিলচর থেকে গ্যাস নিয়ে আসছিল এবং এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট গুলি পাথারকান্দি এলাকা থেকে আগরতলার রানির বাজার নিয়ে যাচ্ছিল
পুলিশ সুপার আরো জানান এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের মালিকের নাম ইতিমধ্যে পুলিশ পেয়ে গেছে, তদন্তের স্বার্থে নামটি গোপন রেখেছেন উনি আরো জানান, ওই গ্যাস পরিবাহী গ্যাস ট্যাঙ্কার ট্রাকটি আগরতলা রানির বাজার এলাকার এমএস কাকুলি গ্যাস এজেন্সির গ্যাস নিয়ে যাচ্ছিলইতি মধ্যে কদমতলা থানার পুলিশ কেডিএল/পিএস/৩৭/১৯, ইউএস-৮/২২(সি)/২৯ এনডিপিএস ধারা (KDL/PS/37/19,  US:--8/22(C)/29 NDPS ACT) একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেউত্তর জেলা পুলিশ অধীক্ষক ভানুপদ চক্রবর্তী আরও জানান, খুব শীঘ্রই এই নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পাচারচক্রের মূল চক্রকে জালে তুলতে সক্ষম হবেন


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu