ফটিকরায় থানার পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ নেশাদ্রব্য


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ১২ জুন : ফের পুলিশের দ্বারা বাজেয়াপ্ত করা হল অবৈধ বিলাতী মদ। ঘটনাটি ঘটেছে উনকোটি জেলার ফটিকরায় থানাধীন লক্ষীপুর এলাকায়। বুধবার ফটিকরায় থানার পুলিশ এক গোপন সূত্রের ভিত্তিতে খবর পায় যে, লক্ষ্মীপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো টিআর-০২-জে-০৬৪৪ (TR-02-J-0644) নম্বরের একটি অল্টো গাড়ীতে অবৈধ বিলাতী মদ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে গাড়ীটি থেকে ৪০৮ বোতল অসমের কেরাভিন জাতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ফটিকরায় থানার সেকেণ্ড ওসি মর চন্দ্র দাসতবে কাউকে গ্রেপ্তার করা যায়। বহিঃরাজ্যের এই মদ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কারা কারা এর সাথে জড়িত রয়েছে এসব কিছুই জানা যায়নি
উদ্ধারকৃত মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং অল্টো গাড়ীটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে আগামী দিনেও এই ধরনের অভিযান জারী থাকবে বলে জানিয়েছেন থানার সেকেণ্ড ওসি মর চন্দ্র দাস ঘটনার তদন্তে নেমেছে ফটিকরায় থানার পুলিশঅসম থেকে এই মদ নিয়ে লক্ষীপুর যেতে গেলে ফটিকরায় থানা পেরিয়েই যেতে হয়। কিন্তু প্রশ্ন উঠছে ফটিকরায় থানার নাকের ডগা দিয়ে কিভাবে পালিয়ে যেতে সফল হল নেশা কারবারীরা? তবে কি ফটিকরায় থানার পুলিশের নিরাপত্তার ত্রুটি এর মূল কার? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এইসব প্রশ্নের মুখেই এখন পড়তে হচ্ছে ফটিকরায় থানার পুলিশ কর্তাদেরকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পুলিশ একের পর এক নেশা বিরোধী অভিযানে সাফল্য অর্জন করছে বলে দাবি পুলিশের, অথচ এর সাথে জড়িত অভিযুক্তরা কিন্তু পুলিশের ধরা ছোয়ার বাইরে থাকছে অধিকাংশ ক্ষেত্রেইপুলিশ যদি আরও তৎপর হতো তবে অভিযুক্তরা পালাতে পারত না বলে অভিমত সচেতন মহলেরতাই এই সব বিষয়ে পুলিশকে আরও সক্রিয় হবার দাবি উঠছে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu