ভোটদানে যুবকদের ও প্রথম বারের ভোটারদের মধ্যে উৎসাহ জাগাতে ক্রিকেটার শচীন তেন্ডুলকারকে আইকন করে নির্বাচন কমিশন - Sabuj Tripura

The Election Commission has chosen cricketer Sachin Tendulkar as its icon to encourage voting among youth and first-time voters.

সবুজ ত্রিপুরা ঃ আগরতলা, ২৭ মার্চ ২০২৪নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন বিভাগ ভোটদানে অংশগ্রহনের উপর ভোটারদেরকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন প্রচার কর্মসুচী গ্রহন করেছে যাতে ব্যাপক সংখ্যক ভোটার নির্বাচন প্রক্রিয়ায় ভোটদানে অংশগ্রহন করেন গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার প্রক্রিয়ায় অংশ নেন| নির্বাচন কমিশনের এই বিশেষ সচেতনতা শিক্ষামূলক অভিযানের নাম এসভিইইপি বা স্যুইপ| এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা নির্বাচনের অনেক আগে থেকে শুরু হয়েছে।


স্যুইপ-এর অধীনে বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমেও ভোট দানের আহ্বান জানানো হচ্ছে।ভোটদানে যুবদের প্রথম বারের ভোটারদের মধ্যে উত্সাহ জাগাতে ক্রিকেটার শচীন তেন্ডুলকার চলচিত্র অভিনেতা রাজকুমার রাওকে আইকন করে নির্বাচন কমিশন দেশব্যাপী এই সচেতনতা অভিযান চালিয়েছে

 

এসভিইইপি (সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন) নির্বাচন কমিশনের এক সার্বিক প্রচার কর্মসূচি| ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অসুবিধেগুলোকে যেমন স্যুইপের মাধ্যমে চিহ্নিত সমাধান করা হয় তেমনি,  ভোটারদের ভোটদানে উদাসীনতার কারনগুলোকেও চিহ্নিত করা হয়|

 
ভোটারদের অংগ্রহন বাড়াতে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে । ভোটারদের কম অংশগ্রহনের এলাকাগুলোকে বিশ্লেষণ করতে দায়িত্ব পালন করেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক জেলা নির্বাচন আধিকারিকরা। সেই অনুযায়ী তারা, ভোট দানে অংশগ্রহনের হার বাড়াতে যথযথ পদক্ষেপ নেবার জন্য সুপারিশ করেন।

 

এই সমস্ত পদক্ষেপ নেবার মাধ্যমেই স্থির হয়েছে যে, মহিলা, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মনুষ আদিম বিশেষ ভাবে অনগ্রসর জনজাতি মানুষদের ভোট দানের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে; মডেল ভোট গ্রহণ কেন্দ্রের ধারণা এর থেকেই এসেছে । নির্বাচন কমিশন বর্তমানে শহুরকেন্দ্রিক তরুণদের ভোট দানে উদাসীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu