সবুজ ত্রিপুরা
১৯ জুলাই
বুধবার
উদয়পুর প্রতিনিধিঃ রাধাকিশোরপুর থানা এবং সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় উদয়পুর মহকুমা থেকে ২২ জন ড্রাগ সেবনকারী এবং ব্যবসায়ী আটক। মঙ্গলবার সকালে এক ড্রাগস ও কৌটা
কারবারিকে আটক করে তার কাছ থেকে তথ্য এবং মোবাইল সিজ করে এদের জালে ফেলা হয়। নেশার আঁকার কাছে ফোন করে ড্রাগস কিনতে এসে ছদ্মবেশে থাকা পুলিশ এবং সাংবাদিকদের জালে আটকা পড়ে। বলা যায় পুলিশ এবং সংবাদ মাধ্যমের প্রচেষ্টায় ড্রাগস ব্যবসায়ী এবং সেবনকারীদের একটা বড় অংশকে আটক করে তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। তারা বেশিরভাগই ১৮ থেকে ২৫ বছরের যুবক। কিল্লা এলাকার দুইজন জনজাতি যুবককে আটক করা হয়েছে। তাদের অনেকের কাছেই নেশা দ্রব্য ইনজেকশন সিরিঞ্জ
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তল্লাশি করে পাওয়া গেছে এই মারনঘাতি ড্রাগস সেবনকারীদের আটক করার ক্ষেত্রে উদয়পুরে রাধাকিশোর পুর থানা এবং উদয়পুরের সংবাদ মাধ্যমের ভূমিকাকে সাধারণ মানুষ কুর্নিশ জানিয়েছে। সাধারণের বক্তব্য আগামী দিনে পুলিশের পাশাপাশি গণমাধ্যম এবং বিভিন্ন ক্লাব এনজিও সদস্যরা এভাবে এগিয়ে আসলে ড্রাগসের
বাড় বাড়ন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান সফল হতে পারে। যে হারে ড্রাগস বিক্রেতা এবং সেবনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে যুব সমাজের একটা অংশ এই নেশার কবলে পড়ে তাদের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
0 মন্তব্যসমূহ