সবুজ ত্রিপুরা
১২ জুলাই
বুধবার
উদয়পুর প্রতিনিধিঃউদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে অবস্থিত কল্যাণ সাগরে মানব মুন্ড উদ্ধার। সংবাদে জানা যায়, প্রতিদিনের
মতো এলাকাবাসীরা দিঘির পার দিয়ে হাঁটাচলা করছিল তখন কল্যাণ সাগরের পার মানব মুন্ড টি এলাকাবাসীরা দেখতে পেয়ে চিৎকার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চেঁচামেচি করতে থাকে। পরবর্তী সময় আর কেপুর থানা খবর দেওয়া হয়, তৎক্ষণাৎ আর কেপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে
ঘটনাস্থলে আসে। এই নিয়ে তদন্ত শুরু করেছে আর কেপুর থানা। এই নিয়ে কল্যাণ সাগরে মানব মুন্ড উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।
0 মন্তব্যসমূহ