সবুজ ত্রিপুরা
১২ জুলাই
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া মহকুমা'র অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্য দাঁতাল হাতির আক্রমণ অব্যাহত। হাতির পদতলে পৃষ্ট হয়ে তেলিয়ামুড়ার ১ ক্ষুদ্র ব্যাবসায়ীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একদল বন্য হাতির আক্রমণে
বিপন্ন একাধিক পরিবার।ঘটনার বিবরণে জানা যায় , মঙ্গলবার রাত আনুমানিক ১১ নাগাদ কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনি এবং পার্শ্ববর্তী এলাকাতে একদল বন্য হাতি আক্রমণ চালায়। আক্রমণের জেরে সংশ্লিষ্ট এলাকায় ১ আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বুধবার সকালে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা গেছে আট থেকে আশি সবার চোখে মুখেই এক অজানা আতঙ্ক কাজ করছে। একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তার সাথে কথা বললে উনারা জানান,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
প্রায় প্রতিটা রাতই আতঙ্ককে পুঁজি করে অতিবাহিত করতে হচ্ছে। মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে একাধিক ক্ষতিগ্রস্তদের জবাব কোনো রকমে কেউবা জানালা দিয়ে, কেউবা ঘরের পেছনের দরজা দিয়ে বাচ্চা সহ প্রবীণদেরকে নিয়ে আত্মরক্ষা করেছেন। সবাই প্রশ্ন তুলছেন আর কতদিন এভাবে তাদের দিন কাটাতে হবে বিনয়ের সাথে বিনম্রভাবে প্রশাসন তথা সরকারের কাছে আবেদন করছেন জীবন সহ সম্পত্তি রক্ষায় হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক অনতি বিলম্বে। এর পাশাপাশি এই সময়ের মধ্যে প্রশাসন বা বন দপ্তর কি কাজ করছে কিভাবে পাশে থাকছে এই প্রশ্নের উত্তরে সহজ-সরল এলাকাবাসীদের তীক্ষ্ণ জবাব হচ্ছে সংশ্লিষ্ট এলাকাতে বনকর্তাদের টিকির নাগাল পাওয়া যাচ্ছে না, সাহায্য সহযোগিতা তো দুরস্ত। গোটা এলাকা ঘুরে দেখা গেছে সংশ্লিষ্ট এলাকার দিকে দিকে হাতির আক্রমণের চিহ্নগুলো স্পষ্ট, কারো কারো কৃষি ক্ষেত নষ্ট হয়েছে, কারো কারো থাকার ঘর নিমেষেই
নষ্ট করে দিয়েছে হাতির দল, বিদ্যুতের খুটি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সেন্টার কোন কিছুই বাদ যাচ্ছে না হাতির এই পৈশাচিক আক্রমণ থেকে। সমস্বরে দাবি উঠছে এলাকার স্বার্থে ,এলাকার মানুষের জীবনসম্পত্তি রক্ষার স্বার্থে হাতির আক্রমণ প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক।
0 মন্তব্যসমূহ