রাতের আঁধারে বড়োমুড়া খামতিং বাড়িতে পথ অবরোধ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১২ জুলাই

বুধবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ রাতের আঁধারে বড়োমুড়া খামতিং বাড়িতে পথ অবরোধের জেড়ে দূরপাল্লার গাড়ি সহ দীর্ঘক্ষণ পাহাড়ি পথে আটকে থাকতে হয় অনেক ছোট বড় যানবাহন'কে। যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই উপযুক্ত পুলিশি পদক্ষেপ গ্রহণের মধ্য 

দিয়ে অবস্থা স্বাভাবিক হয়, ঘটনা মঙ্গলবার গভীর রাতে।ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন বড়োমুড়া এলাকার খামতিং বাড়ির স্থানীয় কিছু যুবক কোন একটি কাজে জিরানীয়া থানাধীন চম্পকনগরে যায়। অভিযোগ, চম্পকনগর থেকে ফেরার পথে সংশ্লিষ্ট চম্পকনগর থানার কিছুটা দূরে তাদের উপর একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র-শস্ত্র সহ আক্রমণ করে। একটা সময় আক্রমণের শিকার যুবকরা নিজেদের প্রাণ বাঁচানো সহ অভিযোগ জানাতে চম্পকনগর ফাঁড়ির দিকে রওনা দিলে, সেই পথেও আক্রমণের শিকার হতে হয় বলে জানা গেছে এরপর ওইখান থেকে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আক্রমণের শিকার হয়ে আহত এবং রক্তাক্ত খামতিং বাড়ির যুবকেরা তেলিয়ামুড়া এবং জিরানীয়া থানা এলাকার মধ্যবর্তী খামতিংবাড়ি  এলাকাতে রাত প্রায় বারোটার কিছু পরে পথ অবরোধে বসে। আচমকা এই পথ অবরোধের ফলে রাস্তার দুই ধারে দূরপাল্লার বহু গাড়ি সহ ছোট বড় বেশ কিছু যানবাহন আটকে যায়। স্বভাবতই রাতের আঁধারে পাহাড়ি পথে এভাবে আটকে পড়ে সাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়।ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে তেলিয়ামুড়ার দাবাং মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে যেমন বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়, ঠিক এর পাশাপাশি জিরানীয়ার মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী দাস ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। 

পরবর্তী সময়ে অবরোধকারীদের সাথে দফায় দফায় কথা বলে উপযুক্ত আইনি ব্যাবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় বলে দাবী করেছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। তবে এই গোটা ঘটনা'কে কেন্দ্র করে খামথিংবাড়ি এলাকায় বর্তমানে আতঙ্কের পরিবেশ বিরাজমান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu