বিশালগড় টু বক্সনগর ভাইয়া সোনামুড়া রাস্তাটি বেহাল অবস্থা সাড়াই এর উদ্যোগ নেই প্রশাসনের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৭ জুলাই

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বক্সনগর,সোনামুড়া ও বিশালগড় যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে।এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন শত শত মানুষ চলাফেরা করেন এই রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন সময় গাড়ি ও বাইকের এক্সিডেন্টের খবর শুনতে পাওয়া যায়।

এই রাস্তাটির বেহাল দশা নিয়ে গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ এবং বিধানসভার বিধায়কদের প্রতিক্রিয়া আজ এই প্রতিবেদনে তুলে ধরা হলো। মারুতি চালক সুলতান মিয়া বলেন বক্সনগর বিশালগড় রাস্তার অবস্থা খুবই বেহাল পরিস্থিতি খুবই খারাপ একটু বৃষ্টি হলেই জল জমে গরতে পরিণত হয় সে গর্তের মধ্যে পড়ে গাড়ি পার্স নষ্ট হয় এবং ভেঙে চুরে যায় অনেক সময় গাড়ি গর্তে আটকে যায় যা চলাচলের অনউপযুগি। তিনি আরো বলেন সরকার যেন দ্রুততার সঙ্গে কাজ করে।রাস্তা চলাচলের যাত্রীরা জানান এই রাস্তার অবস্থা খুব খুবই খারাপ বাড়ি থেকে বের হওয়া যায় না প্রায় দুই মাস ধরে জল জমে আছে সারার কোন উদোগ নেই।

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


বাইক যানবাহন চলাচল করতে খুবই কষ্ট।এই বেহাল রাস্তাটি নিয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের প্রতিক্রিয়া বিশালগড় বক্সনগর রাস্তা সম্পর্কে তিনি সংবাদমাধ্যমের নিকট প্রতিজ্ঞা দিতে গিয়ে বলেন বিশালগড় নিচের বাজার হইতে বক্সনগর যাওয়ার পথে চেলিখলা এলাকার পর্যন্ত রাস্তাটির ৯০% অবস্থা খুবই খারাপ তিনি অকপটে স্বীকার করেন তার পাশাপাশি উনি এও বলেন সেই রাস্তাটি দ্রুততার সহিত কাজ হবে টেন্ডার হয়ে গেছে।সরকারের উদ্যোগ নিয়েছে যত সম্ভব তাড়াতাড়ি কাজ শুরু হবে ১ কোটি ৯৮ লাখ টাকা কাজের ওর্ডার দেওয়া হয়েছে বিশালগড় নিজের বাজার হইতে চেলিখলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা সমাধান হবে এবং মানুষের সমস্যা সমাধান দূর হবে সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে কাজ ও দ্রুত গতিতে করা হবে।এই রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে বক্সনগর বিধানসভার বিধায়ক বলেন গত দুমাস পূর্বে বক্সনগর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অফিসে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে এক উন্নয়নমূলক জরুরী মিটিং হয়।যেই খানে তুলে ধরা হয় বিশালগড়,বক্সনগর ভাইয়া সোনামুড়া মোট ৪৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থার কথা তুলে ধরে। উনার কথাগুলি যুক্তিযুক্ত এবং প্রসঙ্গত কারণ বিশালগড় বক্সনগর রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা ।প্রতিদিন ন্যূনতম দুই হাজার গাড়ি এবং 10000 লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এটি একটি স্টেট হাইওয়ে রাস্তা।সেই রাস্তার খুবই খারাপ অবস্থা সেই ব্যাপার নিয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেন এবং বিধানসভা অধিবেশনে পয়েন্ট আউট নিয়ে দাবি করেন বক্সনগর 

বিশালগড় রাস্তাটি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে কাজকর্ম হলে রাস্তাটি খুবই ভালো হবে তিনি আশাবাদী এবং অনুরোধ করছেন শ্রদ্ধেয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহা যাতে দ্রুততার সহিত কাজটি করেন জনগণের কল্যাণের জন্য সেই দিকে তাকিয়ে আছে।পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা সহ এ রাস্তাটির বেহাল অবস্থা কবে অবসান হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu