সবুজ ত্রিপুরা
১৭ জুলাই
সোমবার
পানিসাগর প্রতিনিধিঃ পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রামের নয়দ্রুন ফুটবল কমিটির উদ্যোগে যুব সমাজকে নেশার কবল থেকে
রক্ষা করতে , নেশার বদলে ক্রীড়াঙ্গনে আকৃষ্ট করতে রবিবার থেকে শুরু হলো নাইনেসাইড ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেলে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী রানী নাথ। সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সদস্য বিমল ভূষণ দেব, ব্রজলাল নাথ, সমাজসেবী মানিক নাথ, অনিল দেব, বিশ্বজিৎ দাস সহ নয়দ্রোন ফুটবল কমিটির সকল সদস্য । এই ফুটবল টুর্নামেন্টে মোট ১৪ টি দল অংশ গ্রহণ করেছে ।
রবিবার উদ্বোধনী খেলায় দুটি শক্তিশালী দল সাইকা জুনিয়র এফসি বনাম রকস্টার এফসি মুখোমুখি হয় । নয়দ্রোন ফুটবল কমিটির এক সদস্য জানান যে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ও যুব সমাজকে নেশার করাল গাছ থেকে সরিয়ে আনতে বিগত ছয় বছর ধরে চলছে তাদের এই টুর্নামেন্ট ।
0 মন্তব্যসমূহ