তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গার সফর মন্ত্রী শুধাংশু দাস এর-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২ জুলাই

শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ত্রিপুরা রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তর, পশু পালন সহ মৎস দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সুধাংশু দাস প্রতিনিয়ত প্রত্যেকটা জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক সহ ফিল্ড ভিজিট করছেন এই বৈঠক এবং 

ফিল্ড ভিজিটগুলোর মধ্য দিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা বা প্রকল্প গুলোর বাস্তব অবস্থা সম্পর্কে তথ্যভিত্তিক অভিজ্ঞতা সংগ্রহ করছেন। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার দিন মন্ত্রী শুধাংশু দাস তেলিয়ামুড়া মহকুমাতে অবস্থান শুক্রবার তেলিয়ামুড়াতে স্থানীয় বিধায়ক তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা শাসক ডি.কে. চাকমা সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বদেরকে সাথে নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেই বিষয়গুলো তদন্ত করতে বিভিন্ন জায়গায় ছুটে যান। মন্ত্রী তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী নিবাস থেকে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শুরু করে তেলিয়ামুড়া মৎস্য দপ্তর সহ বিভিন্ন সরকারি কাজগুলো দেখেন। যেখানেই গিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে যাতে করে সরকারের অনুসৃত নীতিগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে নজর দেওয়ার জন্য আহ্বান রেখেছেন। এদিকে নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস দাবি করেছেন,,,, রাজ্যের প্রত্যেকটা জেলায় যেভাবে পর্যালোচনা বৈঠক এবং এর পরবর্তী সময়ে ফিল্ড ভিজিট হয় তারই অঙ্গ হিসেবে আজকে খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গার এই সফর। মন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে সরকার তপশিলি জাতীয় অংশ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে 

চলেছেন এই সফল গুলোর মধ্য দিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প বা পরিকল্পনা গুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে, কোন ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এগুলো সামনে আনার চেষ্টা হয়। এদিকে মন্ত্রীর  সফরকে ঘিরে বেশ আগে থেকেই আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসনের মধ্যে ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu