এন এইচ ডিভিশন এর উদাসীনতা,যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২ জুলাই

শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ জাতীয় সড়কে এন এইচ ডিভিশন এর উদাসীনতায় জাতীয় সড়কের যে কোন সময় ঘটে যেতে পারে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা সহ বড় ধরনের বিপত্তি এর আশঙ্কা।উল্লেখ্য 

২০১৮ সালের পূর্বে আঠারমুড়া পাদদেশে অবস্থিত জাতীয় সড়ক ছিল ভগ্নযশা গ্রস্ত। আর এই ভগ্ন দশাগ্রস্ত অবস্থার  কারণে প্রতিনিয়ত যান দুর্ঘটনা লেগেই থাকত। ২০১৮ সালে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আসাম আগরতলা জাতীয় সড়কের প্রশস্ত এবং উন্নতি করনের কাজে হাত দেয় ঠিকাদারী সংস্থা এন এস সি। তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের আঠারোমুড়া পাহাড়ের পাদদেশ  আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক প্রশস্ত করার নামে জাতীয় সড়কের পাশে বসবাসরত জনজাতিদের জায়গা রাস্তা গর্ভে চলে যায়। এতে জনজাতি অংশের মানুষজনেরা ক্ষতির সম্মুখীন হতে হয়। যদিও কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত জনজাতিদের অর্থ দেওয়া 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

হলেও কিছু কিছু মানুষজন ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। এছাড়াও জনজাতিদের গুরুত্বর অভিযোগ রাস্তা থেকে কাজ চলছে অতি নিম্নমানের। আর এই নিম্নমানের কাজের ফলে রাস্তার মেটেলিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে জাতীয় সড়কের যেকোনো সময় বড় ধরনের পথ দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে অন্য একটি সূত্র থেকে জানা যায় ১৮ মুড়া পাহাড়ের ৪২ মাইল থেকে ৪৫ মাইল পর্যন্ত রাস্তার দুপাশে বসবাসরত ক্ষতিগ্রস্ত জনজাতিরা রাস্তার মেটেলিং গুলি তুলে নিচ্ছে বলে অভিযোগ। এতে আবার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় চলাচল কারি বিভিন্ন যানবাহন গুলি। অন্যদিকে নিম্ন মানের কাজের জন্য রাস্তা দুপাশে দেওয়া প্ল্যালাসেটিং গুলি ভগ্ন দশা গ্রস্থ। যে কোন সময় পাহাড়ের 

মাটি ধর্সে পড়ে  জাতীয় সড়কের বিপত্তি ঘটে যেতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে জাতীয় সড়কের বিপত্তি দেখা দিতে পারে যে কোন সময়ে।বেখবর এন এইস ডিভিশন। এখন দেখার বিষয় দপ্তর কতটুকু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এই প্রসঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu