সবুজ ত্রিপুরা
২৪ জুলাই
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ প্রয়াত বিধায়ক সামসুল হক একটি দলের প্রতিনিধিত্ব করলেও সমাজকে কিভাবে নেতৃত্ব দিতে হয় তা শিখিয়ে গেছেন আজীবন।
তাই তার প্রয়াণ দলমতের উর্ধে উঠে সামগ্রিক সমাজের ক্ষতি।সামসুল হক শুধু একজন ব্যাক্তি না,তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। শনিবার সন্ধ্যায় বক্সনগর বিধানসভা কেন্দ্রের সদ্য প্রায়ত বিধায়ক সামসুল হকের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের শান্তনা দিয়ে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সন্ধ্যা প্রায় সাড়ে ৫ টায় সদ্য প্রায়ত বিধায়কের বাড়িতে যান তিনি কথা বলেন সামসুল হকের ছেলেদের সঙ্গে।একান্তে কথা বলে শান্তনা দেবার চেষ্টা করেন প্রয়াতের স্ত্রীকে।প্রতিমা ভৌমিকের সঙ্গে
ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন শাজাহান মিয়া,বিজেপি বক্সনগর মন্ডলের সদস্য সমেত স্থানীয় নেতৃত্ব।এলাকার বহু সাধারণ মানুষও সে সময় সামসুল হকের বাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আগমনের কথা জেনে।
0 মন্তব্যসমূহ