মুখ্যমন্ত্রীর আগমনের আগে সভাস্থল খতিয়ে দেখলেন বিধায়ক কিশোর বর্মন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২২ জুলাই

শনিবার

বক্সনগর প্রতিনিধিঃআগামী ২৮ জুলাই বক্সনগরে হতে চলছে বিজেপির ঐতিহাসিক জনসমাবেশ।

এই জন সমাবেশে উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় প্রদেশ সাধারণ সম্পাদক নলচলের বিধায়ক কিশোর বর্মন বক্সনগর 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কমিউনিটি হলের মাঠ প্রাঙ্গন নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন,তার 

সাথে ছিলেন সিপাহীজলা দক্ষিণাঅংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য,সহসভাপতি তথা বক্সনগর বিধানসভার বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন সহ বক্সনগর আর ডি ব্লকের ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu