সবুজ ত্রিপুরা
২২ জুলাই
শনিবার
পানিসাগর প্রতিনিধিঃ ভারতীয় জনতা মজদুর সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বদের উপস্থিতিতে আজ পানিসাগর মহকুমা আধিকারিকের নিকট পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতে এক গন
ডেপুটেশন প্রদান করা হয়। শুক্রবার দুপুর একটা নাগাদ মহকুমার রাবার সহ বিভিন্ন শ্রমিকদের উপস্থিতিতে এই গনটেপুটেশনের উল্লেখযোগ্য দাবি গুলি হল শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ত্রিপুরা সরকারের অধীনে থাকা বিভিন্ন রাবার বাগান অবৈধভাবে দখল মুক্ত করা এবং এই জায়গা সম্পূর্ণ সরকারিভাবে দখল মুক্ত করে চিহ্নিত করা, যারা এই সরকারি জমি অবৈধভাবে দীর্ঘদিন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ধরে ভোগ করে আসেন তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করে দোষীদের শাস্তি প্রদান করা এবং জনস্বার্থে দপ্তরের কাজ করা। শ্রমিক দরদী মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে মজদুর সংঘের রাজ্য নেতারা বলেন দপ্তরের বিভিন্ন আমলারা রয়েছেন যারা এখনো সরকারবিরোধী কাজ করে চলছে, আর তাতে সরকারের প্রতিক্ষেত্রে বদনাম হচ্ছে। তাই আমলারা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কাজে শামিল হন সেই আহ্বান রাখেন। এদিকে ডেপুটেশনের পূর্বে পানিসাগর মোটর ট্রেন থেকে পানিসাগর শহরে দীর্ঘ মিছিল বের করে সমস্ত শহর পরিক্রমা করে অবশেষে
মহকুমা শাসক অফিসে এসে এই ডেপুটেশনে মিলিত হন মজদুর সংঘের নেতারা।এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে চেয়েছিলেন ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি বাপ্পন দত্ত, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, জেলা সভাপতি রাহুল দত্ত,বিধান দাস ও মজদুর সংঘের রাজ্য সহসভাপতি উস্তার আলী সাহেব প্রমূখরা।
0 মন্তব্যসমূহ