এক দিবসিয় স্বেচ্ছায় রক্তদান ও মেগা স্বাস্থ্য শিবির-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২২ জুলাই

শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ ২১শে জুলাই দুপুর বারো ঘটিকায় উওর জেলার পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমার স্বাস্থ্য বিভাগীয় কমিটির উদ্দ্যোগে 

এক দিবসিয় স্বেচ্ছায় রক্তদান ও মেগা স্বাস্থ্য শিবির। প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা,পানিসাগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দিপঙ্কর ভূষন দেব্বর্মা, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।উক্ত এক দিবসিয় স্বাস্থ্য শিবিরে পানিসাগর, ধর্মনগর এবং আগরতলা স্থিত আই,এল,এস হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টর দ্বারা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।এছাড়াও ধর্মনগর ব্লাড ব্যাংক 

এর দ্বারা মোট পচিশ জনের রক্ত সংগ্রহ করাহয়।পাশাপাশি বিনা মূল্যে বিভিন্ন ধরনের পরিক্ষা নিরিক্ষার পরিষেবা প্রদান করা হয়। এতে করে প্রায় চারশত জন কে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ ঔষধ প্রদান করা হয়।এই ধরনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হওয়ায় গোটা পানিসাগর মহকুমা জোরে ব্যাপক সারা পরিলক্ষিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu