গবাদি পশুর শরীরে অজানা রোগের প্রাদুর্ভাব-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১১ জুলাই

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গবাদি পশুর শরীরে  অজানা রোগের প্রাদুর্ভাব, আতঙ্কিত পশু পালকেরা। ঘটনার বিবরণে জানা যায়,,  এই 

সময়ের মধ্যে  তেলিয়ামুড়া শহর এলাকার বিভিন্ন এলাকায় গবাদি পশুর গায়ে এক ধরনের বড় আকারের গুটা  তৈরি হচ্ছে একটা সময় এগুলো ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হচ্ছে বলে দু-একজন গো-পালকের সাথে কথা বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকজন গো-পালক ইতিমধ্যে হাতের নাগালে পাওয়া গবাদি পশুর চিকিৎসকদের সাথে কথা বললেও এই অজানা রোগের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এরকম একাধিক ব্যাক্তি রয়েছেন যারা সংশ্লিষ্ট গো-পালনের কাজের সাথে দশকের পর দশক ধরে যুক্ত রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে, এরকম উপসর্গ তারা কোনদিন প্রত্যক্ষ করেন'নি। দাবি উঠছে গোটা বিষয় নিয়ে অনতিবিলম্বে প্রশাসন বা প্রাণিসম্পদ বিকাশ 

দপ্তর উপযুক্ত তদন্তক্রমে সঠিক ব্যাবস্থা গ্রহণ করুক। বিশেষ করে তেলিয়ামুড়ার ডি.এম কলোনি সহ সমৃদ্ধ এলাকায় যেভাবে এই রোগটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অনতিবিলম্বে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী দিনে সংশ্লিষ্ট এলাকার গো-পালকে'রা বড়সড়ো ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও অনুমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu