সবুজ ত্রিপুরা
২৪ জুলাই
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃবক্সনগর হইতে রহিমপুর যাওয়ার রাস্তাটি বিগত প্রায় পাঁচ বছর যাবত বেহাল হয়ে পড়ে আছে।এই রাস্তা দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করে এর পাশাপাশি এই
রাস্তা দিয়ে মোট চারটি গ্রাম পঞ্চায়েত বক্সনগর,মধ্য বক্সনগর,আশাবাড়ি,রহিমপুর সহ জনগণ,স্কুলের ছাত্র ছাত্রী বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়,রহিমপুর স্কুল আশাবাড়ী স্কুল যাওয়া আসা করে।এই রাস্তা দিয়ে বক্সনগর চৌমুহনী থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাটি খোদাই করে পাওয়া বৌদ্ধস্তূপ দেখতে বিভিন্ন দেশ এবং রাজ্য থেকে বিভিন্ন জন দেখার জন্য আসে কিন্তু রাস্তার বেহাল দশার কারণে ভ্রমণ কারী অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন।এই রাস্তাটি দিয়ে ছোট,বড় গাড়ি চলাফেরা করলে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কিছুদিনের মধ্যে গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি রাস্তায় পড়ে যায় এবং নষ্ট হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি চালকরা অভিযোগ করলেও কোন সুরাহীন পাচ্ছে না গাড়ি চালকরা।বারবার এই রাস্তাটি সংস্কারের কথা বিভিন্ন পত্রপত্রিকায় উঠলেও সংস্কারের ভূমিকা নিচ্ছে না PWD দপ্তর থেকে শুরু করে সরকার।বেশ কিছুদিন আগে বক্সনগর সময় স্মৃতি মিলনায়তনে কেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক তার ভাষণের মধ্যে এই রাস্তাটি নিয়ে বেশ কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু প্রায় এক বছর হলেও এই রাস্তার কোন উন্নয়নে হয়নি।কিছুদিন আগে দেখা গিয়েছিল রাস্তাটি সংস্কার করার জন্য রাস্তার দুই সাইডের জায়গা পিলার বসানো হয়।কিন্তু তারপরে আর রাস্তা সংস্কারের কাজ হয়নি।তার পাশাপাশি এই এলাকা দিয়ে এই রাস্তাটি দিয়ে জনসাধারণের পাশাপাশি
বিভিন্ন স্কুল পড়োয়া ছাত্র-ছাত্রী বিভিন্ন সময় স্কুলে চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হচ্ছে।এখন বর্ষার কারণে জনগণের সাধারণ পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুলে আসতে অনেকটা ব্যাঘাত হচ্ছে।এখন দেখার বিষয় প্রশাসন জনসাধারণের স্বার্থে রাস্তাটির সংস্কার করবে কিনা নাকি সেদিকে তাকিয়ে আছে জনসাধারণের পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা।
0 মন্তব্যসমূহ