নেশা সামগ্রী সমেত ধর্মনগর থানার পুলিশের জালে শালা ও বোনজামাই-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৫ জুলাই

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ এবার গাঁজা,ইয়াবা টেবলেট,নগদ অর্থ সমেত পুলিশের জালে শালা ও বোনজামাই । ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দূর্গাপুর এলাকায়। জানা গেছে, সোমবার গভীর 

রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দের নেতৃত্বে স্হানীয় থানার পুলিশ দুর্গাপুর এলাকার জামশেদ আলী ওরফে হারুন আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে ১৯৫ টি ইয়াবা ট্যাবলেট,ছয় কেজি শুকনো গাঁজা সহ নগদ পয়ত্রিশ হাজার টাকা,দুটি মোবাইল ফোন এবং টি আর ০৫সি ৫১৪৩ নম্বরের একটি মটর সাইকেল উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় বাড়ি মালিক 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


জামশেদ আলী ওরফে হারুন ও তার শালক বাবুল উদ্দিনকে। জানা গেছে শালকের বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি এলাকায়।সাথে এলাকাবাসী সূত্রে জানা গেছে,হারুন দীর্ঘ দিন থেকে নেশা বানিজ্যের সাথে যুক্ত। ধর্মনগর থানার পুলিশ তাকে ধরার চেষ্টা চালিয়ে গেলেও সে এতদিন চতুরতার সহিত পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে ধর্মনগর থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ১১৬ নম্বরের 

ভারতীয় দন্ডবিধির ৮(C) ২০(২) B/২২/B/২৫/২৭A/২৯ NDPS ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে।পুলিশ জানিয়েছে,শালা ও বোনজামাই উভয়েই নেশা বানিজ্যের সাথে যুক্ত। অপরদিকে মঙ্গলবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu