প্রতিবন্দ্বী উপজাতি শিশুকন্যা দশ বছরেও পাচ্ছে না সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ জুলাই

সোমবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে  জন্মলগ্ন থেকেই প্রতিবন্দ্বী উপজাতি শিশুকন্যা দশ বছরেও পাচ্ছে না সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহ প্রতিবন্ধী ভাতা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশে ৪৭ মাইল এলাকায়। দশ  বছর বয়সী ফলেরুং রিয়াং। 

১০ বছর পূর্বে জন্ম হয়েছিল অভাব অনটনের সংসার জুমিয়া পরিবার। ফলেরুং রিয়াং এর বয়স যখন ছিল পাঁচ মাস সেই সময় জ্বরে আক্রান্ত  হয়। তার বাবা মা তাকে নিয়ে আসে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক তার বাবা মাকে পরামর্শ দেন রাজধানী আগরতলায় জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু খুবই পরিতাপের বিষয় আর্থিকভাবে দুর্বল থাকার কারণে সে সময় রোগা গ্রস্ত শিশু কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে বর্তমানে প্রতিবন্ধী হয়ে দিন কাটাচ্ছে ১০ বছরের ফলেরুং রিয়াং। উন্নত চিকিৎসার জন্য শিশু কন্যাটিকে তার বাবা-মা 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

জিবিপি হাসপাতালে না নিয়ে যাওয়ার পেছনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল  অভাব অনটনের সংসার। কারণ বনের লতা পাতা সংগ্রহ এবং জুম চাষের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করে আসছে তৎকালীন সময় থেকে বর্তমানে। বর্তমানে ফলেরুং বাক্ এবং হাঁটাচড়া শক্তি হারিয়ে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ।  তার সারাদিন কাটে বাড়িতেই। আর্থিক অনটনে তার পড়াশোনা ও চিকিৎসা হচ্ছে না। তার  বাবার যে টাকা আয় হয় তা দিয়ে পরিবারকে দুমুঠো খাবার তুলে দিতেই তাকে হিমশিম খেতে হয়। তাই প্রতিদ্বন্দ্বী শিশু কন্যার পড়াশোনা ও চিকিৎসা করানো তার পক্ষে কষ্টসাধ্য বলে তিনি জানান। তিনি আরো জানান, জুম চাষ এবং বনের লতা পাতা সংগ্রহের পরে সংসার প্রতিপালন করতে হয় তার। প্রতিদ্বন্দ্বী শিশু কন্যার চিকিৎসা ও প্রতিবন্দী ভাতার 

জন্য বার কয়েক সরকারি এবং বিভিন্ন সাহায্যকারী সংস্থাদের কাছে আবেদন নিবেদন রেখেছিল। কিন্তু পরিতাপের বিষয় হল তার আবেদন নিবেদন যেন একপ্রকার বেপাত্তা। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বঞ্চিত প্রতিদ্বন্দ্বী শিশু কন্যার ভাতা এবং চিকিৎসার কতটুকু পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu