নেশা বিরোধী অভিযানে সাফল্য আর কে পুর থানার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৩ জুন

শুক্রবার

উদয়পুর প্রতিনিধিঃ আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য আর কে পুর থানার পুলিশ। 

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর জগন্নাথ দিঘির পাড় থেকে স্বপন পাল নামে এক ব্যক্তি কে আটক করলো পুলিশ । দীর্ঘদিন ধরে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আর কেপুর থানায় অভিযোগ আসে বিভিন্ন জায়গায় তীর জুয়ার সহ বিভিন্ন নেশা সামগ্রী করেন। গোপন খবরের ভিত্তিতে উদয়পুর 

জগন্নাথ দীঘির পার তীর জোয়া সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করার দরুন আজ দুপুরবেলা পুলিশ এক অভিযানের মাধ্যমে আটক করা হয়। এদিন নগদ ৩০৬৭০ টাকা সহ গ্রেপ্তার করা হয়। নেতৃত্ব দেন ওসি বাবুল দাস সাব ইন্সপেক্টর কপিল পাল সহ আরো অন্যান্য পুলিশ বাহিনী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu