উত্তর কলমচৌড়া জলের পাইপ ভেঙে তিন টুকরো ২০ দিন ধরে বাজার টিলা গ্রামে নেই পানীয় জলের ব্যবস্থা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১১ জুলাই

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ জলের অপর নাম জীবন, জল ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না বা তার অস্তিত্বের সংকট।আজ থেকে প্রায় তিন সপ্তাহ পূর্বে উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের ২ নাম্বার ওয়ার্ড বাজারটিলা গ্রামের পানীয় জলের পাইপ লাইন মাটির দষে ভেঙে পড়ে তিন টুকরো হয়ে যায়। উত্তর কলমচৌড়া 

চৌমুহিস্থিত পাম্প মেশিন থেকে ড্রিংকিং ওয়াটার স্যানিটেশন মিশনে জল প্রদান করে থাকে বাজারটিলা গ্রামে।কিন্তু যেহেতু বর্ষাকাল টানা ৩-৪ দিন বৃষ্টির হওয়ার ফলে পাড়ার ড্রেনের জল গিয়ে মাটি ভেঙ্গে পাইলেন ভেঙে যায়।তারপর থেকে বাজারটিলা পানীয় জল আর প্রদান করা যাচ্ছে না এমনটি বললেন পাম্প অপারেটর আব্দুল হাকিম।গ্রামবাসীর পক্ষ থেকে গ্রাম প্রধান কে জানানো হয়েছে এবং পার্টির নেতৃত্ব স্থানীয় লোকদেরও জানানো হয়েছে।এই পাইপ লাইন সারাইয়ের জন্য এবং দ্রুত সংস্কার করে পানীয় জল প্রদান করার ব্যবস্থা করার জন্য এস ডিও সুমন সরকার মহোদয়কে জানানো হয়েছে।পঞ্চায়েত তরফ থেকে দফতরের  বিডিও সাহেবকে ও ব্লক চেয়ারম্যান ব্লক মন্ডল প্রেসিডেন্ট সমস্ত নিয়েছে বাজারটিলা পাইপলনের এই অবস্থা অবিলম্বে সাড়াই করার জন্য 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শুরু করেন।কিন্তু এস ডি ও সাহেব এবং ইঞ্জিনিয়ার মহদিয়া প্রথম তিন চার দিন কোন তদন্তি করেননি তারপর গ্রামবাসী এবং প্রধান মিলিয়ে যখন প্রেশার করেছে তখন সারা জীবন নিয়ে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখেছে।তিনি বলছে যে আপনারা পানির জল দ্রুত পেয়ে যাবেন কিন্তু একটু সময় লাগবে অপেক্ষা করুন ধৈর্য ধরুন একথা বলে গ্রামের কয়েক জনের সঙ্গে কথা বললেন উনারা।কিন্তু দেখ করেও গেছেন আজ পর্যন্ত পানীয় জলের পাইপ লাইন সারাই হয়নি এবং জলের কোনো রকম বন্দোবস্ত করেননি ফলে গ্রামবাসী বাধ্য হয়ে পুকুরের জল পান করছে এবং বৃষ্টির জলে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।এদিকে গ্রামবাসী আজ থেকে প্রায় ২০-২২ দিন ধরে আমরা জল পাচ্ছি না জল এই নিয়ে মহিলাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে জল ছাড়া কি করে মানুষ বাঁচতে পারে। গ্রামবাসী সংবাদ প্রতিনিধি হিসেবে আমাদের কাছে অভিযোগ করেন যে গতকালকে ডিপার্টমেন্ট থেকে লোক এসে দেখে গেছে অথচ এখন পর্যন্ত কোন কাজের কাজ করছে না। তাহলে আমরা জল পেতে আরো কতদিন লাগবে আদৌ কি কখন ঠিক হবে তার নিশ্চয়তা নেই আমাদের ভোগান্তি কষ্ট দুঃখে আমরা পুকুরের জল পান করতে বাধ্য হচ্ছি। বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব ব্লক চেয়ারম্যান ডিপার্টমেন্টের সমস্ত লোক দ্রুততার সঙ্গে যদি পাইপ লাইনে কাজ না করেন তাহলে বাজারটিলা মানুষের আরও দুঃখ কষ্ট দুর্দশা হবে।তারপরও মানুষ একটু আশাবাদী সরকারের নিকট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দিন আমরা এখন জল না খেয়ে মরার মত অবস্থা।সরকারের জরুরী পরিষেবার মধ্যে একটা হচ্ছে পানীয় জল তাহলে কেনই বা এত দেরি হবে এই নিয়েও জনগণের মধ্যে হতাশার সুর। তার মধ্যে পাড়াতে একটা বিয়ে হয়েছিল বিয়েতেও পানির জনের কোনো বন্দোবস্ত নেই যদিও পঞ্চায়েত এবং ডিউটি অফিস থেকে বলছিল যে ড্রিংকিং 

ওয়াটার গাড়ি দিয়ে জল দেবে ওরা এসেছিল জল রাস্তার মাঝখানে অনেক নিচে ছিল সেখান থেকে উঠানোর মতো অসম্ভব।তারপরও বৃষ্টির জলে এবং বাজার থেকে সরানো হয়েছে এখন পর্যন্ত জলের কোনো বন্দোবস্ত নেই সেই বিষয়টি যাতে কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে নজর দেন এবং পানীয় জলের বন্দোবস্ত করতে সক্রিয় ভূমিকা নেয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu