১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৩ জুন

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ ২২ শে জুন দুপুর দুই ঘটিকায় উওর জেলার পানিসাগর কৃষি দপ্তরের আধিকারিকের নিকট এগারো দফা দাবি 

আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন কৃষক ফ্রন্টের এগারো সদস্যক প্রতিনিধি দল।এতে অংশ গ্রহণ করেন পানিসাগর মহকুমার সারা ভারত কৃষক সভা,এিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন,গন মুক্তি পরিষদ পানিসাগর মহকুমা  কমিটির সদস্য বৃন্ধরা।

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এতে নেতৃত্ব দেন কমঃ অমিয় নাথ,কমঃ তাল চুঙ রাম হালাম,কমঃভূবনেশ্বর সিনহা,কমঃসুভাষ চন্দ্র নাথ,কমঃসমর লাল পাল,কমঃশীতল দাস,কমঃমতিলাল দাস,কমঃঅজয় রায়,কমঃ জহর সিং হালাম,কমঃশুকেশ নাথ এবং 

কমঃদেব চান মানিক হালাম।তাদের প্রদেয় এগারো দফা দাবি সনদের যথার্থতা বিশ্লেষণ করে কৃষি দপ্তরের এক্তিয়ার ভুক্ত দাবি গুলি পুরন করার জন্য দপ্তরের উর্ধতন কতৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।এতে কৃষক ফ্রন্টের সদস্যরা কৃষি দপ্তরের কৃষি সুপার কে বাধুবাদ জানিয়েছেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu