২৩ জুন
শুক্রবার
ধর্মনগর প্রতিনিধিঃ যুবরাজনগর বিধানসভার উপ্তাখালি ডুপিরবন্ধ লালছড়া এলাকায় স্কুল পড়ুয়া এক নাবালিকাকে কু-প্রস্তাব সহ শ্লীলতাহানির চেষ্টা করে শ্রীঘরে গেল এই ভিনধর্মী যুবক ।
ঘটনার বিবরণে জানা যায় যে,নিজের ব্যাক্তিগত কাজে ঐ এলাকার নাবালিকা কন্যাটি উপ্তাখালি তহশিল কাছাড়ে যাবার পথে ধর্মনগর লাতুগাও এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে পেশায় রাজমিস্ত্রী দিলুয়ার হোসেন স্থানীয় এক নাবালিকা কন্যাকে কু-প্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ । মেয়েটি জানান,অভিযুক্ত দিলুয়ারের সাথে আরও দুই জন যুবক বাইক নিয়ে ছিলো।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নাবালিকার কন্যার আর্তচিৎকারে নিজেদের বাঁচাতে দুজন বাইক নিয়ে কেটে পড়লেও অভিযুক্ত দিলুয়ারকে আটক করে আশপাশ এলাকার লোকজন । পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশের হাতে তোলে দেওয়া হয় দিলুয়ারকে । অপর দিকে অভিযুক্ত যুবক জানায় নাবালিকা কন্যাটির সাথে নাকি ওর সম্পর্ক ছিলো । ধর্মনগর থানার পুলিশ সুএে
জানা গেছে ঘটনার প্রায় তিন ঘন্টা অতিবাহিত হলেও কোন পরিবারের পক্ষ থেকেই কোন ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এখনো । এই নিয়ে গোটা উওর জেলা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে ।
0 মন্তব্যসমূহ