পশু পাখির টীকাকরণ নিয়ে সচেতনতামূলক শিবির-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৩ জুন

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ গ্রামীন অর্থনৈতিক উন্নয়নে গরু, ছাগল,শুকর, হাঁস, মোরগ পালন করে আত্মিকভাবে স্বনির্ভর হওয়ার একমাত্র চাবিকাঠি।গ্রামীন অর্থনীতির ভিতকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ,বিভিন্ন সময় জন কল্যাণ 

মূলক কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো গবাদি পশুর সকল রোগ গুলি গরু ছাগল ইত্যাদির উপর ভয়ানক ভাবে আক্রমণ করে।বেশিরভাগ সময় তার হাত থেকে রক্ষা করা যায় না ফলে গ্রামের ছাগল গো পালন কারী লোকের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।ফলে চাষবাসে এবং পরিবারে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়ে যায়। সেই দিকে লক্ষ‍্য রেখেই আজকের এই বক্সনগর আর ডি ব্লকের উত্তর কলমচৌড়া টাউন হল মাঠে গবাদি পশুদের বিভিন্ন রোগ সম্পর্কে টিকাকরণ সম্পর্কে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কখন কি ভূমিকা নেবে কোন সময় কোন ওষুধ প্রয়োগ করবে। হাঁস মুরগি গরু ছাগল তাদেরকে বাঁচিয়ে রেখে অর্থনৈতিকভাবে তার জন্যই 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আজকের এই সচেতনতা শিবির।এই শিবিরের উদ্যোক্তা হল বক্সনগর পশু হাসপাতাল কর্তৃপক্ষ স্থান উত্তর কলমচৌড়া টাউন হল মাঠ প্রাঙ্গণ।আজ বেলা ১১ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বক্সনগর ব্লকের চেয়ারম্যান সঞ্জয় সরকার মহোদয়।গবাদি পশু পাখি ছাগল মহিষ শুকর বিভিন্ন ধরনের হানিকর রোগের হাত থেকে সঠিক সময় সুরক্ষার করার জন্য নিয়মিত টিকাকরণ করতে হবে সেই ব্যাপারে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর সদা সচেষ্টা এবং অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকেন। প্রাণীদের স্বাভাবিক স্বাস্থ্য রক্ষায় হল প্রাণিসম্পদ দপ্তরের উন্নয়নের প্রধান লক্ষ্য প্রাণী পালকের প্রাণীর রোগ সম্পর্কে সচেতন হওয়া একান্ত বাঞ্ছনীয় তেমনি সেই রোগ গুলি যাতে বিস্তার লাভ করতে না পারে তার জন্য প্রাণীর সম্পদ বিকাশ দপ্তরে ডাক্তার মহোদয় রয়েছেন।উনাদের থেকে রোগ সম্পর্কে জেনে নেওয়া এবং তাদের থেকে পরামর্শ নিয়েই সঠিক সময়ের সঠিক চিকিৎসা করানো একান্ত দরকার।তাহলে ভাইরাস সংক্রামক রোগের হাত থেকে রক্ষা করা যাবে। আজকের এই মহতী অনুষ্ঠানে ১৬৫ জন প্রাণীপালকের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয় তার পাশাপাশি টিকাকরণ করা হয়।আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কৃষি ও পশু পালন বিষয়ক স্থায়ী কমিটি সিপাহীজলা চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিপাইজলা জেলার বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সিপাহীজলা জেলার উপ-অধিকতা রাহুল ধর পুরোকায়স্থ, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ উত্তর  কলমচৌড়া গ্রাম প্রধান সাবিত্রী দাস মহোদয়া, তাছাড়া উপস্থিত ছিলেন বক্সনগর ব্লক কৃষি বিষয়ক চেয়ারম্যান কানু সরকার, তোফাজ্জল হোসেন সমাজ সেবক বক্সনগর।বক্তারা বলেন 

গ্রামীন বিকাশ উন্নয়নে গবাদি পশু পালন মুখ্য ভূমিকা রাখে এটাই হচ্ছে গ্রাম ত্রিপুরার জীবন চিত্রের উন্নয়নের দিশারীর এক প্রশস্ত রাস্তা যা বর্তমান সরকার নিরলস ভাবে কাজে এগিয়ে যাচ্ছে আগামী দিন আরো বেশি বেশি করে এরকম সচেতনামূলক অনুষ্ঠান করার জন্য আহবান করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu