২৩ জুন
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মহকুমা হাসপাতালে মুমূর্ষু রোগীদের স্বার্থে চিকিৎসা পরিষেবা উন্নতি করার দাবিতে সিপিআই তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয়
মহকুমা স্বাস্থ্য আধিকারিক এর নিকট শুক্রবার। এদিনের এই ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম নেতৃত্ব সুবীর সেন, বিজয় মোদক সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। দীর্ঘ বছর ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত পরিমাণে থাকলেও দূর দূরান্ত থেকে আগত রোগীরা সঠিক পরিষেবা দিতে ব্যর্থ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। মহকুমা হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে নয়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
দফা দাবির সমর্থনে এক ডেপুটেশন প্রদান করা হয় মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মমার নিকট। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি হল যথাক্রমে, অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় সামগ্রী থাকলেও অপারেশন থিয়েটার চালু , রোগীদের স্বার্থে কেবিন পরিষেবা চালু, হাসপাতালের ১০২ এম্বুলেন্স ছাড়াও হাসপাতালের অন্যান্য এম্বুলেন্স পরিষেবা রোগীদের মধ্যে প্রদান, বিকল হয়ে পড়া অক্সিজেন প্লান্ট অবিলম্বে চালু সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ডেপুটেশন প্রদান সহ মহাকুমা স্বাস্থ্য আধিকারিক এর সাথে আলোচনা করেন প্রতিনিধি দলটি।
এদিকে দাবী সনদ গুলি আলোচনার পর মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা প্রতিনিধি দলের কাছে আশ্বাস দেন অবিলম্বে বিষয়গুলির উপর পদক্ষেপ এবং রাজ্য সরকারের নিকট এই দাবিগুলি নিয়ে যাওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
0 মন্তব্যসমূহ