১৯ জুন
সোমবার
পানিসাগর প্রতিনিধিঃসর্বভারতীয় লোকসভা নির্বাচনের এক বছর পূর্বেই সংগঠনকে আরো মজবুত করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামলেন উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির পানিসাগর মন্ডল কমিটির সকল সদস্যবৃন্দ সব বিধায়ক বিনয় ভূষণ দাস ।
প্রাকৃতিক দূর্যোগ কে উপেক্ষা করে আজ ১৯ শে জুন সোমবার সকাল ১১ ঘটিকা থেকে জ্বলাবাসা সুকান্ত হলে অনুষ্ঠিত হলো লাভারতী সম্মেলন। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্জালন করে সম্মেলনের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পানিসাগর মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস, উত্তর ত্রিপুরা জেলার জেলা সদস্য বিকাশ শর্মা, পানিসাগর যুব মোর্চার সভাপতি রাজন দাস এবং আজকের সম্মেলনের সভাপতি তথা জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সহ আরো অন্যান্য দলীয় কর্মীগন। আজকের লাভারতি সম্মেলনে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সম্মেলনের উপস্থিতি দেখে অনুমান করা যায় যে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে পানিসাগর বিধানসভার ভারতের জনতা পার্টির কার্যকর্তাগণ মহান কার্যক্রমে ব্রতী আছেন। সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে বিধায়ক সেই বিনয় ভূষণ দাস খোঁজখবর নেন যে ভারতের মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র ভারত পরিচালনায় এলাকাবাসীর কি কি বিষয়ের উপকৃত হয়েছেন। ভারতের জনতা পার্টি সরকার চলাকালীন সময়ে
এলাকাবাসীরা যে যা উপকৃত হয়েছেন তার সম্পূর্ণ খোলাখুলি ভাবে মদ বিনিময় রাখেন।সম্মেলন শেষে সংবাদকর্মীর মুখোমুখি হয়ে , বিধায়ক বিনয়-ভূষণ দাস কে সাথে রেখে আলোচনা রাখেন পানিসাগর মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস।আজকের সম্মেলন থেকে এলাকার সাধারণ নাগরিকগণসহ ভারতের জনতা পার্টির কর্মীবৃন্দের একে নতুন উদ্যমতার সাথে সমাজের উন্নয়ন মুখি কাজ করার লক্ষণ পরিলক্ষিত হয়।
0 মন্তব্যসমূহ